ই পর্চা খতিয়ান অনুসন্ধান বাংলাদেশ
বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোগের অংশ হিসেবে ই-পর্চা একটি গুরুত্বপূর্ণ সেবা। ইন্টারনেট ব্যবহার করে ই-পর্চার মাধ্যমে নিদিষ্ট গ্রাম,দাগ নম্বর অনুসারে জমির মালিকানা, আয়তন সম্পর্কে জানতে পারবেন দেশের যে কোন স্থান থেকে।
তথ্য ও প্রযুক্তির উন্নত ও বিকাশের ছোঁয়া পুরো বিশ্ব যখন উপভোগ ও ব্যবহার করছে তখন বাংলাদেশ ও থেমে নেই। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের সমাজের ও টেকনোলজির অনেক উন্নতি হয়েছে যার প্রমান পাওয়া যায় ই-পর্চার মাধ্যমে।
পেজ সূচিপত্রঃ ই পর্চা খতিয়ান অনুসন্ধান বাংলাদেশ
ই পর্চা খতিয়ান অনুসন্ধান বাংলাদেশ
অনলাইনে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ই-পর্চা অনুসন্ধান করতে পারবেন খুব
সহজেই। ই-পর্চা অনুসন্ধান করতে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে যেটা বাংলাদেশ
পরিচালিত একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটি হলো https://eporcha.gov.bd। প্রথমে
ওয়েবসাইটে প্রবেশ করুন নিচের এই লিংকে ক্লিক করে https://eporcha.gov.bd। হোম
পেজে গিয়ে অনুসন্ধান খতিয়ান (search khatian) অপশনে ক্লিক করতে হবে তাহলে
দেখবেন কিছু প্রয়োজনীয় তথ্য দিতে বলবে যেমনঃ
বিভাগ,জেলা, থানা, গ্রাম, খতিয়ান নম্বর। এই তথ্য গুলো ঠিক মতো পুরন করে নিবেন।
সাবমিট দেওয়ার আগে আবার সব তথ্য ভাল ভাবে দেখে নিবেন সব ঠিক আছে কি না, ঠিক
থাকলে সাবমিট দিয়ে দিবেন। তাহলেই দেখবেন জমির খতিয়ান/ ই-পর্চা স্ক্রিনে
চলে এসেছে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন।
জমির কাগজ অনলাইনে দেখবেন কিভাবে?
ই- পর্চার (e-porcha) মাধ্যমে অনলাইনে জমির কাগজ দেখতে পাবেন। ভূমি
মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জমির কাগজপত্র ও খতিয়ান খুব সহজে
দেখতে পাবেন। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন নিচের এই লিংকে ক্লিক করে
https://eporcha.gov.bd। হোম পেজে গিয়ে "অনুসন্ধান করুন " বা "পর্চা অনুসন্ধান"
অপশনে ক্লিক করুন তাহলে দেখবেন কিছু প্রয়োজনীয় তথ্য দিতে বলবে। যেমনঃ
বিভাগ,জেলা, থানা, গ্রাম, খতিয়ান নম্বর। এই তথ্য গুলো ঠিক মতো পুরন করে
নিবেন। সাবমিট দেওয়ার আগে আবার সব তথ্য ভাল ভাবে দেখে নিবেন সব ঠিক আছে কি
না, ঠিক থাকলে সাবমিট দিয়ে দিবেন। তাহলেই দেখবেন জমির খতিয়ান/ ই-পর্চা
স্ক্রিনে চলে এসেছে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন।
ই-পর্চা চেক করুন মোবাইলেই
ই-পর্চা (e-porcha) বা জমির কাগজ অনলাইনে খুব সহজেই দেখতে পারেন মোবাইলের
মাধ্যমে। মোবাইলে ই-পর্চা চেক করার জন্য আপনার যা যা প্রয়োজন সেগুলো হল, একটি
স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ, জমির কিছু তথ্য (জেলা, থানা, গ্রাম,খতিয়ান
নম্বর/দাগ নম্বর)। ই-পর্চা দেখতে আপনার মোবাইলে অতিরিক্ত কোন অ্যাপ প্রয়োজন নেই
শুধু ওয়েবসাইটই যথেষ্ট। মোবাইলে ই-পর্চা চেক করার জন্য আপনাকে বাংলাদেশের
অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল http://eporcha.gov.bd। মোবাইলের
ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটটি এন্টার দিন।
হোম পেজে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন তাহলে দেখবেন কিছু প্রয়োজনীয় তথ্য
দিতে হবে যেমনঃ বিভাগ,জেলা, থানা, গ্রাম, খতিয়ান নম্বর । তথ্য দেওয়া হলে আপনার
জমির স্ক্যান কপি দেখতে পাবেন সেখানে জমির মালিক, জমির পরিমান, ইত্যাদি তথ্য
থাকবে।ই-পর্চাটি আপনি চাইলেই মোবাইলে স্ক্রিনশট বা PDF করে রাখতে পারেন।
ভূমি নিয়ে দুশ্চিন্তা আর না খতিয়ান মিলবে অনলাইনে
তথ্য ও প্রযুক্তি এতোটাই দ্রুত গতির সাথে পরিবর্তন করছে বিশ্বকে যা আমাদের
জীবনকে সহজলভ্য ও সুন্দর করে দিয়েছে এবং বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের
মুঠোয়। যার উদাহরণ স্বরূপ ই-পর্চা। ভূমি নিয়ে দুশ্চিন্তা আর না অনলাইনের
মাধ্যমে এখন দেশের যে কোন স্থান থেকে খতিয়ান দেখা সম্ভব। বাংলাদেশ ভূমি
মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবহার করে ই-পর্চার মাধ্যমে খতিয়ান দেখা যায় খুব
সহজেই।
জমির কাগজ অনলাইনে দেখবেন কিভাবে
জমির কাগজ এখন খুব সহজে ই-পর্চার মাধ্যমে দেখা সম্ভব। জমির কাগজ দেখার জন্য
বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অয়েবসাইটে যেতে হবে http://eporcha.gov.bd।
হোম পেজে গিয়ে "অনুসন্ধান করুন " বা "পর্চা অনুসন্ধান" অপশনে ক্লিক করুন তাহলে
দেখবেন কিছু প্রয়োজনীয় তথ্য দিতে বলবে। যেমনঃ
বিভাগ,জেলা, থানা, গ্রাম, খতিয়ান নম্বর। এই তথ্য গুলো ঠিক মতো পুরন করে
নিবেন। ভেরিফিকেশনের জন্য একটি কোড দেওয়া থাকবে সেটা পুরন করে সাবমিট দিয়ে
দিবেন। তথ্য সঠিক হলে আপনি আপনার খতিয়ানের ডিজিটাল কপি দেখতে পাবেন।
ই পর্চা খতিয়ান ডাউনলোড করার নিয়ম
বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অয়েবসাইটে যেতে হবে
http://eporcha.gov.bd। হোম পেজে গিয়ে "অনুসন্ধান করুন " বা "পর্চা
অনুসন্ধান" অপশনে ক্লিক করুন তাহলে দেখবেন কিছু প্রয়োজনীয় তথ্য দিতে বলবে।
যেমনঃ
বিভাগ,জেলা, থানা, গ্রাম, খতিয়ান নম্বর। এই তথ্য গুলো ঠিক মতো পুরন করে
নিবেন। ভেরিফিকেশনের জন্য একটি কোড দেওয়া থাকবে সেটা পুরন করে সাবমিট দিয়ে
দিবেন। তথ্য সঠিক হলে আপনি আপনার খতিয়ানের ডিজিটাল কপি দেখতে পাবেন। যা আপনি
পিন্ট করে নিতে পারবেন।
লেখকের মন্তব্য
তথ্য ও প্রযুক্তি এতোটাই দ্রুত গতির সাথে পরিবর্তন করছে বিশ্বকে যা আমাদের
জীবনকে সহজলভ্য ও সুন্দর করে দিয়েছে এবং বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের
মুঠোয়। বর্তমান যুগ হয়ে উঠেছে তথ্য প্রযুক্তির যুগ। যার মাধ্যমে আপনি ঘরে বসে
খুব সহজে খতিয়ান দেখতে পারবেন। এই আর্টিকেলটি আপনি যদি সম্পুর্ণ পড়ে থাকেন
তাহলে ই- পর্চা খতিয়ান দেখা নিয়ে আর কোন সমস্যা থাকবে না আশা করি।
ধন্যবাদ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url