যোগাযোগ ও নীতিমালা

 মনের পাতা.কম এর নীতিমালা

আমাদের ব্লগে আপনাকে স্বাগতম! এখানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি এবং আপনার অংশগ্রহণকে উৎসাহিত করি। একটি সুস্থ ও ফলপ্রসূ আলোচনার পরিবেশ বজায় রাখার জন্য আমরা কিছু নীতিমালা তৈরি করেছি,যা সকল পাঠকের জন্য প্রযোজ্য হবে। 

১.সম্মানজনক আচরণ 

শ্রদ্ধাশীর হনঃ সকল পাঠক এবং লেখকের প্রতি শ্রদ্ধাশীল মন্তব্য করুন। ব্যক্তিগত আক্রমণ অপমানজনক ভাষা বা হেয় প্রতিপন্নকারী মন্তব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 

ভিন্ন মতকে শ্রদ্ধা করুনঃ আপনার সাথে কারো মতের ভিন্নতা থাকতে পারে। গঠনমূলক আলোচনাকে উৎসাহিত করা হয়।তবে বিতর্ক বা ঝগড়া এড়িয়ে চলুন। 

২.মন্তব্যের গুণগতমান 

প্রাসঙ্গিক মন্তব্য করুনঃ আপনার মন্তব্য যেন পোস্টের বিষয়ে বস্তুর সাথে সম্পর্কিত হয়। অপ্রাসঙ্গিক বা অফ টপিক মন্তব্য অনুমোদন করা হবে না। 

গঠনমূলক হনঃ আপনার মতামত প্রশ্ন বা পরামর্শ গঠনমূলকভাবে উপস্থাপন করুন। সুস্পষ্ট এবং সংক্ষিপ্ত মন্তব্য কে অগ্রাধিকার দেওয়া হয়। 

বানানো ব্যাকরণঃ মন্তব্যে বাংলা বানান ও ব্যাকরণের প্রতি খেয়াল রাখার চেষ্টা করুন। এটি আপনার মন্তব্যকে আরো বোধগম্য করে তুলবে। 

৩.নিষিদ্ধ বিষয়বস্তু

নিম্নলিখিত বিষয়বস্তু সম্মিলিত মন্তব্য কঠোরভাবে নিষিদ্ধ 

জিনা উদ্রেককারী মন্তব্যঃ বর্ণ, ধর্ম, লিঙ্গ, জাতিসত্তা, অক্ষমতা বা যে কোন প্রকারের পরিচয়ের ভিত্তিতে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো মন্তব্য। 

  1. যৌন ইঙ্গিত পূর্ণ বা অশ্লীল মন্তব্যঃ যেকোনো ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ বা যৌন ইঙ্গিত পূর্ণ মন্তব্য। 
  2. হুমকি বা হয়রানিঃ অন্য কোন পাঠক বা  লেখক কে হুমকি দেওয়া, ভয় দেখানো বা হয়রানি করা। 
  3. ব্যক্তিগত তথ্য প্রকাশঃ অন্য কারো ব্যক্তিগত তথ্য (যেমন- ফোন নম্বর, ঠিকানা, ইমেইল) প্রকাশ করা। 
  4. স্প্যাম বা বিজ্ঞাপনঃ বাণিজ্যিক বিজ্ঞাপন স্প্যাম লিংক বা সব প্রচারমূলক মন্তব্য। 
  5. বেআইনি কার্যকলাপঃ বেআইনি কার্যকলাপ বা অবৈধ সামগ্রীর প্রচার বা আলোচনা। 
  6. কপিরাইট লংঘনঃ কপিরাইট যুক্ত উপাদান বা  অন্যের লেখা অনুমতি ছাড়া পোস্ট করা। 

৪.মন্তব্যের সংযোজন (moderation) 

আমাদের সাইটে প্রকাশিত সকল মন্তব্য প্রকাশের আগে আলোচনা করা হতে পারে। নীতিমালা লংঘনকারী যে কোন মন্তব্য পূর্ব ঘোষণা ছাড়াই মুছে ফেলার  অধিকার আমরা সংরক্ষণ করি। বারবার নীতিমালা লংঘন করলে ব্যবহারকারীকে মন্তব্য করা থেকে বিরত রাখা হতে পারে। 

৫.গোপনীয়তা 

মন্তব্য করার সময় আপনার ব্যক্তিগত তথ্য যেমন ইমেইল ঠিকানা গোপন রাখা হবে এবং তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না আপনার মন্তব্য আমাদের ওয়েবসাইটে সর্বজনীন ভাবে প্রদর্শিত হবে।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
DMCA.com Protection Status